কি করে যে হবে সব কাজ!
। সুবীর সেনগুপ্ত।।


যত কিছু সব, করতে চাইছ
সব হয়ে যাবে, তাই কি!
কিছু তো থাকবে, পড়েই পিছনে
এটা হয় ঠিক, মানো কি!


কিছু হয়ে গেল, কিছু থেকে গেল
কেন যে হলো না, ভাবো কি!
ভেবে যদি পাও, কারণগুলোকে
আবার সেগুলো করো কি!


আবার করেও, সফল না হলে
এই নিয়ে আরো ভাবো কি!
এই প্রণালীতে কত দিন চলো!
আজীবন সেটা হয় কি!


তাই যদি হয়, তবে তো বলব
এই মতে আমি চলি না
চেষ্টা করেও, হলো না যে কাজ
সেটাকে ধরেও রাখি না।


কাজ অসংখ্য, বাছি তার থেকে
অসুবিধা তাতে হয় না
করি খুশী মনে, সেই কাজগুলো
ফেলে রাখতেও হয় না।


অসফল কাজ, ধরে রেখে রেখে
সময় হারাতে চাই না
সহজের মাঝে, থেকে থেকে আমি
আনন্দ তান ছাড়ি না।


সকলের আশা, হোক সব কাজ
সম্ভব হতে পারে না
এটাই সত্য, মানলেই ভালো
না মানতে চাও,মেননা


কাজ হাতে নিয়ে, গুণতে থাকি না
কাজ ভরে দিই হাসিতে
প্রয়োজন মতো, কাজ হাতে নিই
মন থাকে না তো দাবীতে।