//কিছু কথা, কথা নিয়ে//


বলার কোনো কারণই নেই
থামবে কেন! বারণও নেই
ইচ্ছা হলেই বলতে পারি
থামার জন্য, সেই ইচ্ছাই।


বক্তা বলবে, থাকবে শ্রোতা
শুনবে শ্রোতা, হলেই কথা
না শুনতে চায়, থামিয়ে দেবে
শোনার হলে, চলবে কথা।


সবাইকে তো শুনতে হবে
কান দুটো যে, বন্ধ হয় না
শোনায় যদি, মন না থাকে
সে সব কথাও, হবে কানা।


শুনলে কথা, মন লাগিয়ে
বক্তা তখন, উৎসাহ পায়
বাড়তে থাকে, কথার বহর
শ্রোতার মনে, বিরক্তি ধায়।


সবাই বলে, সবাই শোনে
কিছু মানুষ, বলতে চায় না
আবার কিছু মানুষ আছে
তারা শোনায়, আমল দেয় না


কারণ ছাড়া, যে সব কথা
সে সব কথা, গড়ে না রূপ
শুনতে যদি, হয় সে কথা
থাকতে হবে, হয়েই তো চুপ।


বেশী কথায়, সব গোলমাল
ভুল আর ঠিক, দুটোই থাকে
বলতে গেলে, দুটোই বেরোয়
ঠিকটা পাশে, ভুলটা চোখে।


কথা স্বাধীন, সবার জন্য
তাই কি তুফান ছোটে কথায়!
বলার কারণ, থামার বারণ
থাকে নিরুদ্দেশের পাতায়।


সুবীর সেনগুপ্ত