কি হবে, হিসেবে করে আগে পরে
সব ফল এক হবে হরে-গড়ে|


কি হবে করেই বেশী সঞ্চয়!
বেশী মাথাব্যথা বেশীতেই হয়|


কি হবে করেই বেশী মাখামাখি!
বেশী মাখামাখি পরে দেবে ফাঁকি|


কি হবেই করে ভাগ ভগবান!
ভক্তি কি পাবে ভাগ করে মান!


কি হবে, স্বপ্নগুলো মনে রেখে!
উবে যাবে মন থেকে চাপা থেকে|


কি হবে, মেলেই কল্পনা ডানা!
একদিন হবে ডানাতেই কানা|


কি হবেই, খুঁজে কোণে কোণে ভুল!
সময় হারাবে, কাজ প্রতিকূল|


কি হবেই দেখে চারিদিকে দোষ!
মনের ভিতরে জমবেই রোষ|


কি হবে করেই হাওয়াকে শুদ্ধ!
হওয়া কি থাকবে ঘরেই রুদ্ধ!


কি হবেই দিয়ে গালাগালিগুলো!
দূরে তো যাবে না, মনে জমা ধুলো|


কি হবেই রেখে মন বিশ্বাসে!
এতে বাস্তব থাকে না তো পাশে|


কি হবে করেই কাজের বড়াই!
কাজেরই জন্য শরীরটা ভাই|


কি হবেই রেখে আগলে আগলে!
আগলানো আয় পঁচবে আড়ালে|


কি হবেই বলো দিয়ে ভালবাসা!
না পায় যদি তা এক স্থায়ী বাসা|


কি হবেই দেখে নদীর ওপার
যা আছে এ-পারে তাই সংসার|


কি হবেই দিয়ে শাপ অভিশাপ!
বাড়বে কি এতে কখনও প্রতাপ!


কি হবেই বেঁচে নাক উঁচু করে!
সবার মরণ এক পথ ধরে|


কি হবেই করে অযাচিত দান!
করে যদি ভাবি, আমি কি মহান!


কি হবেই বেঁচে, আধমরা হয়ে
বাঁচা আনন্দে, প্রতিক্ষণ নিয়ে|


কিছুই হবেনা, কোনো কিছু করে
তাও সব করি, ভাবনা কি ঘোর-এ!