//কিছুই কী আছে, যেটা করতেই হবে!//


পড়ে পড়ে পড়ে পড়ে
লিখে লিখে লিখে লিখে
শেখার প্রয়াস দেখে
তাঁর পানে চেয়ে থেকে হচ্ছি অবাক...
করে করে জিজ্ঞাসা
জবাব তো ভাসাভাসা
ভাঙছে আমার আশা
পড়ে লিখে কাজ নেই, থাক বেঁচে থাক।


যেটা হওয়া মুশকিল
তাতে দিতে হবে খিল
তিল আছে থাক তিল
সুস্থ শরীরটাকে ব্যস্ত করে কী লাভ!
সম্ভব হলে করা
প্রবাহিত হবে ধারা
নিরাশার নেই তাড়া
যা পাব না, মেনে নেব সেটার অভাব।


মন যা করতে চায়
করলেই ভালো হয়
বিপরীতে গেলে ক্ষয়
এটাই যে বাস্তব, বুঝে নিলে ফল...
অবাস্তবের ঘরে
ব্যর্থতা বারেবারে
নিকট যাবেই দূরে
তাই যদি কামনায়, করো অবিকল।


প্রাণ আছে, প্রাণ নেই
বেঁচে থেকে মান নেই
মৃত হলে তান নেই
জীবন ভূবন নয়, মানতেই হবে...
হঠাৎ পেয়েছি প্রাণ
হঠাৎই অবসান
যুক্তিতে পড়ে টান
কিছুই কী আছে, যেটা করতেই হবে!


সুবীর সেনগুপ্ত