//কবিতায় রঙ ভরি//


সন্ধ্যা এসেই চলে গেল তাড়াতাড়ি
ভাবনাও থেমে গেল আচমকা
চারিদিকে লাল রঙ আর নেই
কালো টেনে নিয়ে এলো সন্নাটা।


আজকের সন্ধ্যাও হলো না তো ভোগ
কেন যে সন্ধ্যা চলে যায় তাড়াতাড়ি!
আমার ইচ্ছা জাগে, আর মরে যায়
আবার অপেক্ষা, তাই আমি করি।


সন্ধ্যার লাল রঙ রাঙায় এই মন
রাঙা মনে ভাবনার হয় ছড়াছড়ি
ভাবনা রাখতে চাই অক্ষয় করে
ভাবনা দিয়েই কবিতায় রঙ ভরি।


সুবীর সেনগুপ্ত