//কখন প্রশ্ন! কখন জবাব!//


জবাব দেওয়ার প্রশ্ন উঠেছে
কেন উঠবে না, বলো তো!
প্রশ্ন হলেই উত্তর চাই
নিয়ম সেটাই, তাই তো!


দিতে হবে কেন সদা উত্তর!
আছে নাকি বাধ্যতা কোনোখানে!
জানতে হবেই কেন সে প্রশ্ন
এই প্রশ্নের আছে নাকি মানে!


বজায় রাখতে হবে সৌজন্য
এই ভদ্রতা খুব অপেক্ষিত
যদি নাই জানা থাকে উত্তর
জানিনা বলেই শান্ত চিত্ত।


কেউ যদি চলে অনীহার পথে
করতে থাকবে সে তো উপেক্ষা
আমি মনে করি এ তো অনুচিত
এ তো হবেই না উচিত শিক্ষা।


পরীক্ষা যখন হয় মৌখিক
চুপ থাকা হয়ে যাবেই বোকামি
কিছু না কিছু তো বলতেই হবে
যাই বলি তাই হয়ে যাবে দামী।


পরিস্থিতিকে বুঝতেই হবে
সেই মতো নীরবতা মেনে চলা
সেই নীরবতা বাড়াবেই মান
কেন অহেতুক মুখটাকে খোলা।


প্রকৃত জবাব জানা থাকলেই
বলা হয়ে যাবে খুব প্রয়োজন
কিন্তু কখন সেই কাজ করা!
নিখুঁত সময় করা নিরূপণ।


পাঠকের মনে হাজার প্রশ্ন
জবাব দেওয়ার জন্য লেখক
পাঠক জানে না লেখক কোথায়
ধারণা তখন গড়ে ফেলে ছক।


প্রশ্ন - জবাব ঘিরে দৃষ্টান্ত
প্রতিটি চলার পথে অনন্ত
প্রশ্নের মুখে থাকবে জীবন
হোক বা না হোক কারণে জড়িত।


সুবীর সেনগুপ্ত