আগুন জ্বলেনি, জ্বলছে তো মন
শিখার অভাব থাকবে
উত্তাপ, সে তো অনুভূত হবে
রাগে স্ফুলিঙ্গ ছুটবে|


মনটা জ্বলছে, পুড়ছে ভাবনা
হয়েও যাচ্ছে কদাকার
জমছে না ছাই, গড়ছে হিংসা
হিংসার থেকে হাহাকার|


প্রত্যেক মনে জ্বলছে আগুন
কম বেশী অনুপাতে
ব্যবহারে ভালো মন্দের ছোঁয়া
চোখে মুখে ফুটে ওঠে|


জ্বলছে কি আগ বিনা ইন্ধনে!
না না ঠিক তাই নয়
হিংসার জ্বালা ইন্ধন হয়ে
জ্বালিয়ে দিচ্ছে ক্ষয়|


তিক্ত বাসনা লোভের পাহাড়
জমিয়েছে বিতৃষ্ণা
লাভ এর জন্য ক্রিয়াশীল মন
বাড়িয়ে তুলছে তৃষ্ণা|


আগুন শক্তি, এ জ্ঞান মেনেছি
কাজেও লাগাই আগুন
আগুনবিহীন চলে নাকি দিন!
চাই জ্বলন্ত অরুন|


আগুনের গুণ বুঝতেই হবে
কোথায় জ্বালাবো আগ!
কোমল এ মনে নিশ্চয়ই নয়
জ্বললে, বাড়বে রাগ|


মানি আমি এই মন তপোবন
এখানে সবুজ হাসবে
আগুন চাইবো রান্নাঘরেই
তবেই তো প্রাণ বাঁচবে!


কোমল এ মনে আগুন কেন!