//কোন বিন্দুতে প্রান্ত!//


অধ্যায় শেষ করেই ফেলেছি
তবুও নিচ্ছি শ্বাস
আসলে বইটা বন্ধ করিনি
অপেক্ষাতেই বাস।


অধ্যায় হতে হবেই প্রথম
উপন্যাসের শুরুতে
লেখকের পরিচিতি যাই হোক
শুরু নেই দ্বিতীয়তে।


অধ্যায় এক অধ্যায় দুই
অধ্যায় আরও কত
লেখক বিধাতা উপন্যাসের
হবে তাঁর ইচ্ছামত।


জীবনের পাশে রেখে উপন্যাস
খুললেই দুই চোখ
জীবনের প্রতিচ্ছবি উপন্যাস
অধ্যায় ইহলোক।


উপন্যাসের মতই জীবন
কত অধ্যায়ে অন্ত!
লেখক কিংবা বিধাতাই জানে
কোন বিন্দুতে প্রান্ত।


সুবীর সেনগুপ্ত