অধিক আমাকে স্মরণ করে না
মিশতে পারিনা অধিকের সাথে
আমিও স্মরণ করিনা অধিক
মেশার প্রশ্ন মেলায় কালোতে|


মিশতে পারিনা বলে ক্ষোভ নেই
তফাতেই থাকে অধিকের দল
আমিও তো ভালবাসি এ তফাৎ
তফাৎ মেনে তো হইনি অচল|


কোনো কিছু থেকে দূরে থাকলেই
কলহ পায় না আসার সুযোগ
অধিক এবং আমি বেশ আছি
কলহের সাথে নেই যোগাযোগ|


অধিকের সাথে শত্রুতা নেই
এও বলবনা আমরা মিত্র
দূরে থাকা মানে সব সাধারণ
না হয়েছি ধনী, না তো দরিদ্র|


হলে মেলামেশা খুব ঘনঘন
সম্ভবনাও বন্ধু হওয়ার
যাকে তাকে দিলে বন্ধুর স্থান
আসতে পারেই দুঃখ জোয়ার|


অধিক না চেয়ে স্বার্থপর কি!
এমন ধারণা করতেও পারো
অধিক না নিয়ে বাঁচাই স্বার্থ
বোঝ কম তাই নই জড়সড়|


ভাবছই নাকি পাগল আমায়!
তাতেও আমার দুঃখ কোথায়!
অল্পকে সাথী করেই তো সুখী
অল্পই করে স্মরণ আমায়|


এই সংসারে অনেক অধিক
কত অধিককে সাথী করা যায়!
অধিক দূরেই বেশ ভালো লাগে
একটা দুটোকে নিতেও তো হয়|


কোন অধিককে করব বন্ধু!
কোন অধিক দেবে তৃপ্তি স্পর্শ!
এ সব ভেবেই যে অধিক নেবে
আশা রাখি তার হবেও হর্ষ|


কোন অধিক হবে বন্ধু আমার!