কোন স্বরে কথা!


প্রয়োজন হলে, বলবই আমি চেঁচিয়ে
শুনতে না চাও, রাখো কান দুটো পেঁচিয়ে।


কখনো বলব, মৃদু মৃদু স্বরে কথা
শুনতে না পাও, খেয়ো না আমার মাথা।


এক স্বরে কথা, সম্ভব নয় আসরে
আসর মানেই, স্বর উঁচু নীচু প্রানভরে।


মুক্ত শরীর, মুক্ত মনের কবলে
মুক্ত আকাশে, ওড়ে বিহঙ্গ সদলে।


যে মন অবাধ, তার নেই বাছাবাছি
সে মন করবে, অহরহ নাচানাচি।


ছুটবে থামবে, করতেও পারে দ্বন্দ
ধরবে ফেলবে, তাতেই গড়বে ছন্দ।


মম প্রয়োজন, মেটাবে আমার মন
সে কাজ করতে, দরকার নেই আয়োজন।


উঁচু নীচু স্বর, থাকতেই হবে কথাতে
মানুষের স্বর, অনুশাসনের খেলাতে।


বিঘ্নিত মন, হতেই পারে বিরক্ত
তখন কথায়, চীৎকার হবে যুক্ত।


বলে কেউ কেউ, দ্রুততার সাথে কথা
এ কী দোষ নাকি! এ তো চরিত্রে গাঁথা।


ঠিক বিপরীত, কথা মন্থর গতিতে
মন্থর কথা, থাকে স্বভাবের সাথে।


চেঁচিয়ে বলার মানেই তো নয় হুঙ্কার
অস্বীকার্য প্রকাশে চেঁচানো দরকার।


জোরে জোরে বলা,আসে প্রবণতা থেকে
কিছু বদলানো যায়, নিয়ে শিক্ষাকে।


কোথায়, কতটা সংশোধন, তা জানলে
উঁচু স্বর হয়ে যাবেই মৃদু, তাহলে।


কথা বলা থেকে বিরত থাকাই দুষ্কর
চীৎকার হলে, তাই পেয়ে যাক আদর।


সুবীর সেনগুপ্ত