কিন্তু কিন্তু করতে থাকলে
মনটা তোমার খুলবে না
কেন কিন্তুকে করছ আপন
এর থেকে কিছু পাবেও না।


ইতস্ততঃ যতই করবে
ততই বলার সুযোগ কম
ভয়টা এসে করবেও ভর
উধাও হবে বলার দম।


একটা কথা বলছ তুমি
হটাৎ করে বলছ না তো
বলবে যখন ঠিক করেছ
অন্য ভাবনা নয় অন্তত।


বলার জন্য ভাবতেই হয়
সে ভাবনাটা হয়েই গেছে
আবার কেন অন্য ভাবনা
এটাই তোমার ভুল যে হচ্ছে।


বলবে কিছু, গালি তো নয়
বৃথাই কেন ভুগছ ভয়ে
তোমার বলা বাতিল হলে
কি আর ক্ষতি আসবে ধেয়ে।


এটাও কিন্তু হতেই পারে
তোমার বলা মানল সব
পূর্বানুমান করাই কেন
বলায় আনো সঠিক রব।


বলেই ফেল, মন যা বলে
যার যা প্রতিক্রিয়াই হোক
সৎসাহসে হার মেনো না
খুলবে তোমার নিহিত চোখ।