//করব ভাবলে, তক্ষণি করা//


করব করব বহুবার ভাবি
ভাবনা আমার, এ তো নয় দাবী
কিন্তু কাজটা করেই উঠতে পারিনা
কী কারণে আমি অসফল হই জানিনা।


বারবার এসে যাবেই ভাবনা
কোনো উপায়েই থামানো যাবে না
অদৃশ্য ভাবনা, আসবে ও চলে যাবে
তার কিছু কিছু কাজের সাথেও জড়াবে।


করব ভাবলে, করাই উচিৎ
উপযোগী ক্ষণে শুরু করে জিৎ
অনেক সময় পেরোতে দিলেই বাধা
ভেবেছি যে কাজ করব, হয় এবং সাধা।


কাজের উৎস, সে তো ভাবনাই
না করলে কাজ, ভাবনা হারাই
ভাবনা ও কাজ আড়ালে আবডালে
নতুন ভাবনা নতুন কাজের কবলে।


সুবীর সেনগুপ্ত