//করব না আমি মন বিষণ্ণ//


পথ নেই আগে, কী করার আছে!
যে পথে এলাম, ফিরব সে পথে
জানা পথ, তাই আশঙ্কাও নেই
আর গন্তব্য, তাও এই মনেতে।


এত বছর তো এগিয়েই গেছি
কিছু কিছু পথ জানতে পেরেছি
নাই বা পেলাম নব সন্ধান
পুরোনোতে সুখ খুঁজেও নিয়েছি।


নতুন চাইব, চাইতেই পারি
পাইনা যখন, মন নয় ভারী
এই কারণেই আমি সদা সুখী
অতীত নিয়েই দিই গড়াগড়ি।


একটি জীবন যাপনই তো
তারও সময় খুবই সীমিত
করবই কেন মন বিষণ্ণ!
চাইব না আমি দুখ অবিরত।


অন্যের মতো হতে চাওয়া নয়
এটাই আমার জ্ঞানের বিষয়
এই জ্ঞানকেই করেছি রত্ন
এই রত্নেই জীবন সদয়।


সুবীর সেনগুপ্ত