করলেই হবে সমাধান।


মশা কামড়ালে
খেয়ে নাও শশা
মন কষাকষি কোরো না...
ভালো না লাগলে
জ্বেলে নাও আলো
আর মশাকেই মারো না।


ভুল যদি হয়
টানো ধরে চুল
জুল জুল চেয়ে থেকো না...
রাগ যদি হয়
হও না সজাগ
যাতে ভুল আর হয় না।


ঝাল লেগে গেলে
খাও শুধু ডাল
আর গালাগালি দিও না...
ঝাল না মিটলে
চিনি জল এনে
খাচ্ছ না কেন বুঝিনা!


পেট ব্যাথা হলে
খুলে দাও গেট
নিজেকে গবেট ভেবো না...
যদি নাই ভাবো
আনোনা ওষুধ
খেয়ে খেয়ে ব্যাথা সারাও না।


ফেল হলে পরে
মাখো ব্যস তেল
সকাল বিকেল দেখো না...
দুঃখ হলেই
হটাও না সুখ
বেশী শিখে পাশ হও না।


অপমান হলে
গেয়ে যাও গান
বিধির বিধান ভেবো না...
লাজ যদি হয়
করো ভালো কাজ
যাতে অপমান হয় না।


সফল না হলে
আরো খাও ফল
অদল বদল কোরো না...
হলে বিচলিত
হও না শান্ত
করেই সফল হও না।


যাই কিছু হোক
যোগ বা বিয়োগ
করলেই হবে সমাধান...
রঙ্গতে নয়
শুভ ভাবনায়
সমাধান ভরে আসে মান।