//কর্মই জীবনের পরিচয়//


শুরুতেই কেটে দিলে পুরু দাগ
সে কী ছিল দাগ, নাকি ছিল রাগ!
এখন হয়েছে সেই দাগ শত্রু
করেছিলে কাজ, তবে থাকোনি সজাগ।


কাজ যে হবেই, তা তো ধ্রুব সত্য
কাজেই লুকিয়ে সব গূঢ় তত্ব
শরীরের অঙ্গের মতোই তো কাজ
কাজ হবে, আর এসে যাবে অর্থ।


কর্মের বিবরণ দেওয়া যায়
কর্মের প্রকৃত সংজ্ঞা কী হয়!
জীবন ও কর্ম কী এক নয়!
ধারণাতে কর্ম জীবনের পরিচয়।


কাজ না করেও কাজ হয়ে যায়
যেমন অঙ্গ কাজ করে যায়
অঙ্গের কাজ হয় স্বাভাবিক
স্বাভাবিক কাজে শুধু বাঁচা যায়।


শুধু বেঁচে থেকে কী মানুষ খুশী!
মানুষের চাওয়াতেই সুখ বেশী বেশী
আর সেই সুখ হলো দেশী ও বিদেশী
সুখ পেতে কাজ করা চাই দিবানিশি।


কাজের ভিতরে ডুবে থাকতে পারলে
অর্থ আসার পথগুলো যায় খুলে
সুখ ছুটে এসে যায় অর্থ আসলে
অনেক অর্থ নিয়ে সুখ পড়ে ঢলে।


সজাগ মনকে নিয়ে কাজ করে করে
কাজ হবে নিখুঁত এই সংসারে
পৌঁছে যাবেও কাজ সঠিক শিখরে
সেটাই তো আছে সব কামনার ঘরে।


সুবীর সেনগুপ্ত