//কথা বাড়লেই, বাড়বে নিনাদ//


একটা কথাই বলব না আমি
অনেক কথাই বলব
অনেক, কিন্তু এক সাথে নয়
রয়ে সয়ে মুখ খুলব।


যা বলার নয়, তাও বলে ফেলি
ভাবিনি, কখনো বলব
পান থেকে চুন, খসে পড়লে কি
চেয়ে চেয়ে শুধু দেখব!


অবিন্যস্ত হলে চুলগুলো
দেখতে কি লাগে ভালো!
চিরুনী এগিয়ে, বলতেই হয়
'চুলগুলো অগোছালো'।


কথা না থাকলে, নেই কোলাহল
বলব না এ তো সন্দেশ
কে না জানে বলো, কথা দিয়ে গড়ে
নিনাদের এক পরিবেশ!


কথা বাড়লেই, বাড়বে নিনাদ
বৃদ্ধিও হবে পরিধি
পরিধি ছড়িয়ে, কোথায় থামবে!
জানা নেই কোনো বিধি।


অল্প কথায়, চলে নাকি দিন!
হয়ত বা চলে, কে জানে!
চূপ করে, কিছুক্ষণ থাকলেই
মন কথাকেই টানে।


চার দেওয়ালের, মাঝে এক ছবি
একই নামচার বন্ধন
কিছু নতুনের, আগমন হলে
হতে পারে কথা বিনোদন।


নব নব কথা, কত আর হবে
একই ঘরের ভিতরে!
আনতেই হয়, অযথা কথাকে
শুধু বলবার তরে।


অযথা আলাপ, করা কি বারণ!
বারণ হতেই পারেনা
দুই অস্তিত্ব, রাজী থাকলেই
কথার অভাব হবে না।


ঘুম ভরা চোখ, ঢেকে দেয় কথা
মন চায় নীরবতা
স্বপনের মাঝে, হয় কত কথা
মুর্চ্ছিত জ্ঞানে গাঁথা।


।সুবীর সেনগুপ্ত।