//কথা ইসাদী ইতিহাসের//


একটি কথা যেটা আমার
সেই কথাটি হয় না তোমার
একটি কথা হয় দুজনের
সব কথাই কি নয় সব্বার!


একটা কিংবা দশটা কথা
তা নিয়ে নেই মাথা ব্যাথা
চলছে কথা, চলবেও তাই
ভাঙতে হবেই নীরবতা|


কথা গ্রামের, আর শহরের
কথা নিজের, আর অপরের
কথা মধুর, আবার তিক্ত
কথাই নদী, হয় ভাষণের|


সামান্য কথা, নগন্য কথা
বিজ্ঞজনের মহার্ঘ কথা
হয় ইসাদী ইতিহাসের
ভবিষ্যতের জন্য বার্তা|


জীবনকথা, নিজের নিজের
কথার পরে, হয় তা কাজের
কাজের থেকেই, জীবনধারা
স্মৃতিচারণ অবসরের|


কথা অনুধাবন করেই
মানুষ চলে, পথে পথেই
অনুধাবন, ঠিক যদি হয়
সফলতাও ছুটে আসেই|


কোন কথাটা কানে ঢোকাই!
কোন কথাটা ছেড়ে যে দিই!
ছাড়ার কথা ভাবলে পরেও
যায় না ছাড়া, কানে ঢোকেই|


ভরসা আছে, তাই তো কথা
জবাবদিহির জন্য কথা
স্পষ্ট করার জন্য কথা
ঢুকলে কানে চিন্তার কথা|


সহজ কথা, সরল কথা
জটিল কথা, গরল কথা
কী প্রয়োজন জটিল কথার!
সহজ কথাই স্বস্তির কথা|


অনেক তো হয় কথার কথা
প্রচুর কথা, বিশেষ কথা
কথার  কথা, কিংবা বিশেষ
অবিশ্রান্ত চলবে কথা|


সুবীর সেনগুপ্ত