//কথা রাখবার আসল স্থান কী!//


অযথা কথার ফোয়ারার টানে
কী যে আনন্দ আসে, কে তা জানে
কথা প্রয়োজন জীবন ধারণে
বিনা খরচের কথা কোণে কোণে।


যত কিছু আছে এই পৃথিবীতে
সব কিছু আছে একটি স্থানেতে
সেই স্থান পারে বদলেও যেতে
বদল নীরব, বা তানের সাথে।


কোন স্থানে কথা রাখা হয়ে থাকে!
বলবে হয়ত মনে থাকেথাকে
কে রেখে দেয় আর কোন কথা!
অনেক প্রশ্ন মন ঘিরে রাখে।


কথা বলা মানুষের ক্ষমতায়
পশু পাখীদের কথা কী ভাবায়!
তান দিয়ে কিছু বোঝাতে তো চায়
আমরা বুঝিনা বলে ভাবি দায়।


কথা অনন্য একদম ঠিক
অবয়বে কথা ভরা চারিদিক
কথা ইংরেজি, কিংবা তা গ্রীক
কথা হয়ে যায় সঠিক বেঠিক।


কথার যে নেই স্থান, তা তো জানি
একই কথা নিয়ে চলে টানাটানি
রাখা যেত যদি, সবাই রাখত
কথা কী সর্বভাবের তরণী!


কথার প্রকৃত সংজ্ঞা কী হবে!
রূপ রঙ রেখা কী ভাবে বলবে!
তবে আমরা তো কথা ধরে রাখি
কালি দিয়ে লেখা কাগজ ধরবে।


সুবীর সেনগুপ্ত