বলতে বলতে, তুমি থেমে গেলে
কিছু কিছু কথা, রাখলে আড়ালে
শুধু আজ নয়, আগেও রেখেছো
সে গুলো কি সব, হজম করেছো!


কথা লুকোনোর, প্রয়াস বহাল
এ কাজে মেলাই, সকলেই তাল
লুকোনোতে তবু, আছে অন্তর
কিছু কথা পায়, আঁধারে কদর|


সকলেই শুনি কত কত কথা
শুনে ভুলে যাই, নেই মাথাব্যথা
কিছু কথা দামী, রাখা হয় মনে
সেগুলো জানানো, হয় প্রয়োজনে|


কি আমি বলব, আমার ব্যাপার
কখন বা কাকে, তাও অধিকার
কথা চেপে রেখে, যদি হয় ভালো
সেটাই করব, তুমি যাই বলো|


চেপে রাখা কথা, খেলা করে মনে
স্মরণ করায়, প্রায় প্রতিক্ষণে
আড়ালের কথা, চায় সদগতি
তেমন না হলে, হতে পারে ক্ষতি|


কথা চেপে রাখা, কাজটা কঠিন
কথা যে চায় না, হতেই অধীন
ভেসে যেতে চায়, বাতাসের মতো
ছড়াতেই, ভালবাসে অবিরত|


লুকোতে চাইলে, আভাস দিও না
সন্ধানী মন, এটা যে চায় না
প্রতি বাক্যেই, থামলে হঠাৎ
জানবে সবাই, কোথাও তো গাঁঠ|


কথা হবে সাদা, যে কেউ শুনবে
পাপ ভরা কথা, কে আর বলবে!
আর যদি বলে, বলবে পাপীকে
অন্যের কাছে, থাকবেই ঢেকে|


লুকিয়ে রাখলে, কথা হয় ভারী
অস্বস্তিরও, হয় ছড়াছড়ি
হজম করতে পারলে, বোলো না
নতুবা কথাকে, চেপেই রেখো না|


কথা বলে, কথা শুনে পরিণাম
ঘাম যা ছোটার, ছুটবেই ঘাম
আগে ছোট ঘাম, আগেই শুকোবে
অস্বস্তিরও, শেষ হয়ে যাবে|


কথার আড়াল