//কথার জন্য প্রেক্ষিত চাই//


প্রেক্ষিত নেই বলছ কথা
হবেই উপেক্ষিত
আপসোস করে কী আর হবে
বেশী বললেই, হবে চিত।


আশা তোমার আশা আমার
আছে কথার আশা
উচিত সময় চাইছে কথা
চাইছে উচিত ভাষা।


উচিত ক্ষণে উচিত কথাই
বহন করে অর্থ
সেই অর্থই হয় জীবনের
এগিয়ে চলার শর্ত।


খুশীর পালে কথার কথা
হোক-না যত খুশী
কাজের তালে কথায় থাকুক
প্রেক্ষিত ঘেঁষাঘেঁষি।


সুবীর সেনগুপ্ত