//কথার কথাও হয় অনন্য//


যা বলছি সব কথার কথাই
কী করে করবে অনুমান!
করতে পারো না, তাই তো আনছ
মনে বিশ্বাস তান।


কথার কথাই হতে থাকে বেশী
তাই কী বলতে পারি!
হতে পারে এই ভাবনাই ভুল
নিষেধ হয় না জারী।


মাথাব্যথা নেই কথার কথায়
কারণ তা অর্থহীন
অকারণে কথা হয় বারবার
অকারণ কথা দীন।


শুধু প্রয়োজনে কথা নিয়ে থাকা
কে আর মানবে সমাজে!
অপ্রয়োজন কথা তো হবেই
না জুড়লেও কাজে।


অহরহ হয় কথার কথাই
কিছুতে থামানো যাবে না
সাথে সাথে হয় দরকারী কথা
সে-কারণে প্রগতি থামে না।


কথার কথাও হয় অনন্য
অগ্রিম জানা যায় না
কিন্তু হলেই অনন্যসূলভ
সেই কথা হয় গয়না।


কথা মানে কথা, আর কিছু নয়
সব কথাতেই অর্থ
প্রতি ইচ্ছায় হয় বিশ্লেষণ
কারণ যে নেই শর্ত।


সুবীর সেনগুপ্ত