জানা নেই আছে প্রতিটি কথার মূল্য!
যার বলা, সেই করবে মূল্যায়ন
নাও যদি করে, কেউ বলবে না দোষী
আর যদি করে, ছুটবে না কথা অকারণ|


কথার বারণ, শাসনেই চলে, চলবে
কথার কারণ, বাহানার দলে ঢুকবে
দিতে তো হবেই, প্রতিটি কথাকে মূল্য
মূল্যবিহীন কথা এলেবেলে হবে|


হয়েই চলেছে কথার বৃষ্টি অবিরাম
কথা থামে, যদি তুমি আমি নিই বিশ্রাম
অবিরাম কথা বলে যায় কেউ যদি
বলবেই হবে, ভ্রম ভরা তাতে মতি|


ক্ষমতার ভারে কথা হয়ে যায় দামী
ভাষণের মাঝে, কথা হয় নামী বেনামী
অগণন কথাতেই জনতার রোষ
পরাজয়ে কথাগুলো হয় আফশোষ|


অনেকে শোভিত কথার অলংকারে
কারো কারো কথা আবর্জ্জনার স্তরে
চুপ করে থাকা গ্রহণযোগ্য হয় না
বেশী বললেও, তা নয় খুশীর গয়না|


চঞ্চল মন পারেনা সাজাতে কথা
প্রশান্ত মনে কথা দিয়ে মালা গাঁথা
দুরন্ত মনে কথা বেগ নিয়ে ছুটছে
তৃপ্ত মনেই কথাগুলো হেসে উঠছে|


পুরোনো হয়েও, বাসি হয়না তো কথা
কি ভাবে বলছি, তাতে জেগে ওঠে কথা
সংস্কারের মাঝে কি হাঁপিয়ে ওঠে!
হয়ত বা তাই, হয়ত তা নয় মোটে|


ধিক্কার দিতে যে সব কথাকে চাই
কাছে টেনে নিতে, সে সব কথার মানে নেই
মৌন থেকেও, হাবেভাবে ফোটে কথা
কথা কি হবেই, প্রাণের অন্নদাতা!


বিশ্বাস ভরা কথা চাই এই জীবনে
বললেই হয়, কোথায় বারণ আইনে!
যতই বলিনা, কথা এক ফোঁটা জল
ফোঁটা ফোঁটা জলে ভরে না হৃদয় তল|


যে দেয় কথার মূল্য, সে পায় শান্তি
আর যে দেয় না, তার কি হয় অশান্তি!
দেখে নিলে হয় মূল্যায়নের পরে
তারপরে বলো কথা এ জীবন ভরে|


কথার মূল্য চাই কি!!!