//কথার প্যাঁচে হারায় কারণ//


পদত্যাগের উঠল দাবী
করতে হলো পদত্যাগ
পদটি ছেড়ে বললে তুমি
এ তো আমার আত্মত্যাগ।


চমৎকার এই কথার প্যাঁচ
এমন প্যাঁচে হারায় কারণ
মুহূর্তে তিল তাল হয়ে যায়
সেই তাল নিয়ে চলছে জীবন।


ভুল করে পদ ছাড়তে হলো
ভুল না মানার কারণ রাখলো
তাই বাহানা আত্মত্যাগের
ভেবেই নিলো জিতেও গেল।


অসৎ লোকের অসৎ চিন্তা
এই চিন্তাই বাজায় ঘন্টা
বদবুদ্ধির লোকগুলো সব
অলীক পথের আসল ক্রেতা।


এই সমাজে সৎ ও অসৎ
সৎ এর সংখ্যা বেশীর ঘরে
অসৎ সংখ্যা হলেও অল্প
তাদের দাপট অন্যের ঘাড়ে।


বর্তমানের এই যে ছবি
অতীতে কি একই ছিল!
পার্থক্যের সুযোগ কোথায়!
কেউ না মানলে, চোখে ধূলো।


সুবীর সেনগুপ্ত