//কোথায় আর কেন প্রস্তাব//


প্রস্তাব দেবো, প্রদান করব
করে দেবো অর্পণ
পাওয়ার কেন্দ্রবিন্দুতে যে
করবে কি গ্রহণ!


উপহার সে তো দিতে বাধা নেই
না নিলেও ক্ষতি কী!
দেওয়ার ইচ্ছা পালন তো হলো
ভাবনা ভুলেই যাবে কি!


খড়ের গাদায় সুঁচ খুঁজব কি!
খুঁজলে, আহাম্মক
অচেনা কাউকে দিলে প্রস্তাব
পূর্ণ হবে না শখ!


প্রস্তাব কোনো প্রতিজ্ঞা নয়
শুধুই একটি ধাপ
প্রথম ধাপেই প্রস্তাব নয়
দিলেই আসবে চাপ|


প্রদানের সাথে প্রস্তাব নেই
প্রদান যখন তখন
বহু কাঠ খড় পোড়ানোর পরে
প্রস্তাবে যায় মন!


প্রস্তাব দিয়ে গ্রহণ না হলে
সেই ক্ষণে সেটা মৃত
পুনরাবৃত্তি, হলে হতে পারে
হতে পারে বিস্মৃত!


প্রস্তাব ছাড়া কামনা পূর্ণ
হয়ে যায় আকছার
তবে কেন যাওয়া প্রস্তাব পথে!
যে পথ কঠিন দুর্বার|


আমি দিতে চাই, সে কি নিতে চায়!
যদি না বুঝতে পারি
প্রস্তাব দেওয়া হবে অনুচিৎ
ব্যর্থতা হবে জারী|


সুবীর সেনগুপ্ত