//কোথায় কী থাকলে, ভালো//


যেখানে আকাশ নেই
থাকবে কী তারাদের ভীড়!
যেখানে বাতাস নেই
সব প্রাণ হয়ে যাবে স্থির|


যেখানে তপন নেই
সবুজের নেই সমারোহ
যেখানে সবুজ নেই
নেই আহারের বিদ্রোহ|


যেখানে সাগর নেই
ঢেউ ভাঙবে না কোনো পার
যেখানে আদর নেই
খালি হয়ে যাবে সংসার|


যেখানে তাগিদ নেই
কোনো কাজ দেখবে না অন্ত
যেখানে ইচ্ছা আছে
কাজ হবে নিশ্চিত চূড়ান্ত|


যেখানে বাগান নেই
অনেক রঙের নেই সমাবেশ
যেখানে রঙই নেই
ফিকে মনে ধরবে না সন্দেশ|


যেখানে ক্লান্তি নেই
সেখানেই হাসি ঝরে পড়ে
যেখানে হাসির তান
প্রাণে খুশী উপচেও পড়ে|


যেখানে গোমড়া মুখ
সেখানের সব কথা গৌণ
গৌণ কথার চোটে
সব মুখ হয়ে যায় মৌন|


যেখানে অরণ্য নেই
বন্য প্রাণীর নেই উৎপাত
সেখানে গ্রামের লোক
শান্তিতে ঘুমে যায় প্রতি রাত|


যেখানে শ্রদ্ধা নেই
সেখানে সন্মান থাকবে না
বিনা মান-সম্মানে
কাউকে কেউ মানবে না|


যেখানে শিক্ষা আছে
সেখানেই আছে সব কিছু
শিক্ষার থেকে জ্ঞান
সবাই ছুটছে তারই পিছু|


যেখানে সমস্যা বেশী
সেখানেই দিনে অমাবস্যা
যেখানে নিশীথে আলো
সেইখানে থাকছে না সমস্যা|


যেখানেই ভালবাসা
সেখানেই খুশী আর সুখ  
যেখানেই সুখ-খুশী
মানুষের মনে নেই দুখ|


সুবীর সেনগুপ্ত