দৌড়ে দৌড়ে ধরতে পারিনি
বাধ্য হয়েই ছেড়েছি তো হাল
সেই বাধ্যতা স্বীকার করেছি
বদলে দিয়েছি ইচ্ছের তাল।


আর ছোটা নয় কিছুর পিছনে
নাগালের মাঝে যা আছে ধরব
নাগাল অতিক্রম করব না
সেটা অনুচিত, তাই তো মানব।


যা যা দেখি, সব ধরাও যায় না
আশা নিয়ে ছোটাছুটি যে কেনই
ছুটে ছুটে ফল শূন্যের ঘরে
আশা আর ছোটা ব্যর্থ দুটোই।


আমার নাগাল, আমি শুধু জানি
ধরার চিন্তা আমারই থাকবে
ধরি বা না ধরি, আমার ব্যাপার
লাভ আর ক্ষতি আমারই তো হবে।


নাগাল ছাড়িয়ে, যাব কি যাব না
সেটাও আমার নিজ মতে হবে
অনেক ছোটার ফল দেখে দেখে
বন্ধ করেছি ছোটাকে নীরবে।


নাগালের মাঝে যা আছে তা কম
তা দিয়ে সকলে হয় না তো খুশী
তাই তো যাচ্ছে নাগাল ছাড়িয়ে
পেতেই যে হবে খুব বেশী বেশী।


ছোটাকে বন্ধ করা তো সহজ
এটা করা যায় যখন তখন
সিদ্ধান্তটা নেওয়াই কঠিন
যে পারে না নিতে, ছোটাতে গমন।


ধরা না গেলেই, ছাড়া হয় হাল
কেউ কেউ তাও ছাড়তে চায় না
তারা ছুটতেই করে পছন্দ
আশা আর ছোটা তাদের দমে না।