//কত আনন্দ আছেই জীবন জড়িয়ে//


সম্মুখে যত দুঃখ কষ্ট ছড়িয়ে
তত আনন্দ আছে কি জীবন জড়িয়ে!
কেউ যদি বলে আছে, তবে দাও বুঝিয়ে
আমি যে বুঝিনা, তাই তো লিখছি এ নিয়ে।


কিছু আনন্দ সম্মুখে সব ঝুলিতে
স্বীকার করতে বাধা নেই এই বুলিতে
এই আনন্দ হতে পারে সাথী চলাতে
খুবই যে অল্প আছে আমাদের ধরাতে।


কিছু আনন্দ সকলেই পায় স্বপনে
পরে যে কোথায় সেই আনন্দ, কে জানে!
বাস্তবে যত আনন্দ সবই কারণে
কারণগুলোই গড়ার চেষ্টা সমানে।


ধারণায় যদি সামনেই সব আনন্দ
বুঝতে কষ্ট, তাই বুঝি মনে দ্বন্দ্ব
দ্বন্দ্বের থেকে সৃষ্টি হয় না ছন্দ
ভেবনা কিন্তু তোমরা আমাকে মন্দ।


পিছনপানেও সব আনন্দ থাকে না
থাকতই যদি, জীবন এগিয়ে যেত না
বয়স বৃদ্ধি স্বাভাবিক, এ তো থামে না
এই বৃদ্ধিতে আনন্দ বেশী আসে না।


জীবনের চলা মানে সামনেই, নয় কি!
পিছনে চলতে চাইলেই, চলা যায় কি!
গন্তব্যটা সকলেরই আছে সামনে
বিনা আনন্দে সামনে কি যাওয়া যায় নাকি!


থামেনা জীবন সম্মুখে যেতে প্রতিদিন
থামলেই, হয়ে যায় যে জীবন দৃষ্টিহীন
চলতেই হবে আনন্দে কিংবা দুঃখে
যা নিয়েই চলি, আসবে অশ্রু চক্ষে।


সুবীর সেনগুপ্ত