//কত শেখা প্রয়োজন!//


অ আ ক খ শিখেছি
শিখেছিও A B C D
শিখেছি যে কত কিছু
নিয়ম কানুন বিধি!


শেখা শুরু হয়ে যায়
একই সব সূচনাতে
শেখা রকমারি হয়
বয়সের সাথে সাথে|


মানুষ হলেই শেখা
শেখার জন্য দেখা
শুনে শেখা তাও চলে
সোজা শিখি হয় বাঁকা|


শিখি আঁকা নাচ গান  
শিখি মুখ নাক কান
নদ নদী শিখে যাই
শিখি মান সন্মান|


প্রেম করা শিখি নাকি!
কে শেখাবে, বলো দেখি!
নিজে শিখি ভালবাসা
অভিসারে যাওয়া শিখি|


গড়ে তোলা শেখা হয়
না শিখেও গড়া যায়
গঠন কেমন হবে!
পরেই তা জানা যায়|


সাঁতার শিখতে হবে
গাড়ী চালাতেও হবে
এত শেখা প্রয়োজন!
যে শিখছে সে বলবে|


কী কী শিখলেই ভালো!
কী শিখে জ্বালাবো আলো!
শেখা কী জ্বালাতে আলো!
শিখে কেন ছায় কালো!


সুবীর সেনগুপ্ত