এখানে বসলে, কত লাভ হবে!
ওখানে বসলে, হবে নাকি বেশী!
আর যদি শুধু দাঁড়িয়েই থাকি
তখন কি লাভ হবে দিবানিশি!


দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়া যায়
যদি লাভ আরো বেশী কিছু হয়
শুধুই কি লাভ খুঁজে যেতে হবে!
জীবন কি শুধু লাভে ভরা দায়!


কখনো ভেবেছ, সব কাজে লাভ!
তা সে হোক স্নান,কিংবা রান্না
হেসে হেসে লাভ, এ তো মানবেই
লাভ হয়ে যাবে, হলেও কান্না।


জীবন মানেই কাজ আর কাজ
ফাঁকি দিয়েই কি নিষ্কৃতি পাই!
এক কাজ ছেড়ে ধরি আরেকটা
মন ডুবে যায় স্বান্তনাতেই।


জীবিকার সন্ধানে কে না যায়!
কোনো এক কাজে লাগে দক্ষতা
এতে মানুষের ঝোঁক আগ্রহ
তেমনই সৃষ্ঠি করেছে বিধাতা।


লাভের জন্য পেশা পেতে হবে
পেশা মানেই তো কাজের লহর
কাজ ছাড়া পেশা ভাবাই যায় না
পেশাতেও লাভ পায় যে আদর।


ছুটলেও লাভ, লাভ থামলেও
হাঁটাহাঁটি করি, লাভ হবে বলে
লাভ না থাকলে, কি যে হত ভাবি
কাজের প্রেরণা ভেসে যেত জলে।


ভালবাসি কেন! এ কি ছেলেখেলা!
ভালবাসা পাবো, তা কি নেই মনে!
মন দিয়ে ফেলি লাভেরই জন্য
যেটা আছে অবচেতনের কোণে


জন্মালে লাভ, এটা তো মানবে
মৃত হলে লাভ, মানতে কষ্ট
জরা ব্যাধি থেকে মুক্তির পথ
নিতে কেন হই ভয়ে আড়ষ্ঠ!