থাকিনা তো আমি কবিতায় ডুবে
কিন্তু কবিতা মনে মনে ঘোরে
ছন্দ আমার হৃদয় গভীরে|
খাওয়া শোওয়া পড়া হয় প্রতিদিন  
হয় ছোটাছুটি, থাকি অবসরে
হৃদয়ে শব্দ গুন্ গুন্ করে|
কোনো কাজ নয়, কেবলই লিখব
তেমন হয় না কোনো পরিসরে
লেখা আঙিনায় বদ্ধ আঁধারে|
সারা দিন কাজ তাতে নেই বিরাম    
খোলা সময়ে কথা আসে উড়ে
সময় পেলে দিই খাতা ভরে|
লেখাও তো কাজ, কবি তাই ভাবে
কে আর বলে লেখো বারেবারে|
এই কাজ ঢাকা থাকেই চাদরে|
লিখি বা না লিখি, নিজের এই ব্যাপার  
উৎসাহ তাতে কে দেবেই ভরে!
নিজের লেখাই গুনি কর ধরে|
লেখা এক নেশা, লিখেই আমি মাতাল
মাতলামি করি একা একা ঘরে
পাই আনন্দ লেখার আদরে|