বললে লিখব, না বললে নয়
এমন শর্তে, লেখাই কি যায়!


লিখতে যে বলে, সে তো লিখছে না
তাই তার বলা, বিফল হোক না|


লেখার ধারণা, এলে এই মনে
হাত চলে যায়, কলমের পানে|


ধারণাকে ধরে রাখতেই হবে
নইলে ধারণা, সরবে নীরবে|


লেখা হলো, ধরে রাখার সাধন
বলতেও পারো, লেখা দর্পন|


এই সাধনের, হব অনুগামী
তার জন্য কি, অনুমতি দামী!


সকলের মাঝে, ধারণার ভীড়
সকলে হয় না, লেখায় অধীর|


যাঁরা চায়, ধরে রাখতে ধারণা
তাঁরাই তো পায়, লেখার প্রেরণা|


নয় অনুমতি, আজ্ঞা আদেশ
লেখা স্বতন্ত্র, নয় উপদেশ|


করতেই পারো, তুমি অনুরোধ
অনুরোধ শুনে, পুষব না ক্রোধ|


যে বিষয় দেবে, তা নিয়ে লিখব
সেই লেখা, আমি তোমাকেই দেব|


শুধু অনুরোধে লেখা তো হয় না
লেখা হলো এই মনের গয়না|


সে তো লিখবেই, ইচ্ছা মতন
লিখেই ভরবে, আনন্দে মন|


স্বতঃস্ফূর্ত ভাবনার ধারা
চায় না থাকতে, ধরেই কিনারা|


উঠবেই ফুটে, থামানো যাবে না
কারো অপেক্ষা, ভাবনা করে না|


লিখব যখন, বলাবলি নেই
তবেই লেখার, খৈ ফুটবেই|


ভাবপ্রবণতা, আছে যার মনে
সেই তো জুটবে, লেখার স্মরণে|


লিখব পড়ব, আবার লিখব
নিজ লেখা থেকে, কিছু তো শিখব|