//লোভ দিয়ে ঢাকা জীবনের ক্ষয়//


এই ক্ষণে আছে যোগ আর বিয়োগ
পরক্ষণেও তো যোগ আর বিয়োগ
কাজ মানেই যে যোগ আর বিয়োগ
জীবনটাই তো যোগ আর বিয়োগ।


কখনো বা গুন নিয়ে নিতে হয়
ভাগ শুনলেই, মনে আসে ভয়
কেন ভয়, সে কী হারাবার ভয়!
লোভ দিয়ে ঢাকা জীবনের ক্ষয়।


'যোগ' আছে তাই, এসেছে শরীর
শূন্য থাকে না শরীরের নীড়
আরো জুড়ে জুড়ে শরীরেই ভীড়
জুড়তে জুড়তে হয়েছি অধীর।


শেখার সময়, শুধু নয় যোগ
শিখে যাই গুন, ভাগ ও বিয়োগ
পরিণত হয়ে, মনে শুধু যোগ
তার কারণ কি, চেয়ে থাকি ভোগ!


শুধু 'যোগ' নিয়ে থাকা এক রোগ
না, না, এ আমার নয় অভিযোগ
'যোগ' দূরে রেখে, বাড়ে উদ্যোগ
প্রবর্ধনের পরে সংযোগ।


যোগ ও বিয়োগ, গুন আর ভাগ
প্রতি পদক্ষেপে, কেটে যায় দাগ
চার প্রকরণ, জীবনের বাগ
'যোগ'কম হলে, কেন করি রাগ!


সুবীর সেনগুপ্ত