//মানতে হবেই//


যাওয়ার ইচ্ছে ছিল এই মনে
যাইনি, কারণ পাইনি যে ডাক
আজ আর নেই, যাওয়ার ইচ্ছে
আজকে ডাকছে, আমি হতবাক।


কেন হয়েছিল, ইচ্ছে আমার
যেতে তার পাশে! ছিল তো কারণ
আজকে ইচ্ছে কেন হারিয়েছে!
কেউ কি করেছে আজকে বারণ!


বারণ করেনি, কেউ তো আমায়
শুধুই শুনেছি, বিবেকের কথা
সেদিনও বিবেক, সায় দিয়েছিল
হয়েছিল মনে, ইচ্ছেও গাঁথা।


যাকে ভালো লাগে, যেতে চাই পাশে
কেন ভালো লাগে! এটা কি বাহানা!
তাই যদি হয়, ইচ্ছে তাহলে
আগে কিবা পরে, হারাবে ঠিকানা।


ইচ্ছে জাগবে, কারণের সাথে
একটা সময়, তাতে হবে যোগ
আজকের ভালো-লাগা আজকেই
ভবিষ্যতে কি করা যাবে ভোগ!


যে সব ভাবনা, আজকে হাসায়
সেগুলো কোথায়, কালকের পথে!
বদলেও যায়, ইচ্ছে তেমনি
আনন্দ চায়, নতূন কিছুতে।


আমার ইচ্ছে, হয়ে যেতে পারে
কখনো কারোর ইচ্ছের মতো
তখনই তো পাই মসৃন পথ
বিবেকের সায়, থাকেও জীবিত।


যত মন, তত ইচ্ছার বন
ইচ্ছা গঠন, ইচ্ছা নিধন
ইচ্ছার নেই, কোনোই স্বত্তা
কিন্তু ইচ্ছা, প্রতি মনে ধন।


যা চাইছে মন, হবে কিনা হবে!
অনিশ্চয়তা, থেকে যায় তাতে
কখনো সফল, কখনো বিফল
যেটাই হোক না, হবেই মানতে।


সুবীর সেনগুপ্ত