মানুষের খেলা, মন নিয়ে খেলা।
           ।।সুবীর সেনগুপ্ত।।


মন নিয়ে খেলা, যখন তখন
মানুষ হলেই, এ খেলায় মন
অন্য প্রাণীরা, এ খেলা খেলে কি!
জানব কি করে, নেই যে কথন।


মন নিয়ে খেলা, তোমার আমার
খেলা খেলে খেলে, বাড়ে না আকার
খুশী হয়ে খেলা, দুঃখেও খেলা
যার যার খেলা, তারই বিচার।


মন নিয়ে খেলা, ধূলো বালি খড়
আকাশের তারা, বরফের স্তর
মাতা ও শিশুর, দৃঢ় বিশ্বাসে
এই খেলা আনে, আনন্দ ঝড়।


মন নিয়ে খেলা, একেলা স্বাধীন
এ খেলায় থাকে, ভুলে থাকা দিন
দৃষ্টি আড়ালে, শ্রবণ পাতালে
খেলা বজায় না, হারানোর বীণ।


মন নিয়ে খেলা, সংখ্যার দল
গুণে গুণে খেলা, অগুণিত ছল
লাভ ও ক্ষতির, হিসেবের মাঝে
খেলা হয়ে যায়, অদল বদল।


মন নিয়ে খেলা, এবেলা ওবেলা
তরুন তপনে, আর সাঁঝবেলা
মানা না মানার, গতি থেমে যায়
সব খেলা নিয়ে, ভাসে শত ভেলা।


মন নিয়ে খেলা, কখনো থামেনা
আলো আঁধারের, তত্ব মানেনা
তাই এই খেলা, সকলের প্রিয়
বিনোদে বিষাদে, মেলে দেয় ডানা।