//মানুষের পরিচয় নয় ভয়//


ঘন বৃষ্টিতে ঝাপসা দৃষ্টি
কী যে হলো আজ অনাসৃষ্টি
যেতে তো হবেই, তাই রাস্তায়
কিছুই কি পাব না আজ সস্তায়!


যে কাজই করিনা, তাতে সংশয়
আর তার সাথে কিছু কিছু ভয়
চলছে জীবন এই নিয়মেই
সব্বাই আছে এর মধ্যেই।


কাজ এসে গেছে, এবার ভাবনা
ভেবে ভেবে করা পরিকল্পনা
তারপর হবে কাজ আরম্ভ
কিন্তু ছন্দে কাজ হয় না।


মানুষ চলতে চায় এক উপায়ে
নিমেষে উপায় যায় সব ধুয়ে
নতূন উপায় আনতেই হয়
তখনই শুরু হয় সংশয়।


জীবন কি নব নামে সংশয়
ভুলেছি কি সংশয় মানে ক্ষয়
বাদল ছাড়াই চোখ যে ঝাপসা
তার মানে, ভয়ে করি কি ভরসা!


পথ হারায় শিশু অজানা শহরে
কিংবা কখনো জনতার ভীড়ে
বড়রা হারায় ভয় নিয়ে শিরে
এ কী প্রয়োজন! ভাবনা গভীরে।


সবাই চাইছি জয় জয় জয়
অকারণে, ভয় ডেকে পরাজয়
ভয় নয় মানুষের পরিচয়
কাজে ডুবলেই ভয় নিরাময়।


সুবীর সেনগুপ্ত