মানুষই সমাজ


পড়নে কাপড়, সে তো থাকবেই
আর না থাকলে, চোখ ছানাবড়া
পায়ে চপ্পল, তা কী থাকবেই!
প্রশ্ন করে কী কেউ করে তাড়া!


স্বাভাবিক এক জীবনের ছবি
কামনা করতে পারা কী যায় না!
সেই ছবি আছে সকলের জ্ঞানে
সেই জ্ঞান নিয়ে চলা কী যায় না!


কটূ কথা বলি, নিজেরই স্বার্থে
বোধহয়, পেতে চাই কিছু খুশী
এভাবে জ্ঞানের প্রকাশ কী চাই!
চাওয়ার পিছনে কী যে থাকে বেশী!


সবার মাথায় থাকে না তো টুপী
তাতে নেই কারো কোনো ভ্রুক্ষেপ
ভ্রুক্ষেপ কীসে হয়, সে তো জানা
অভাবিত ঘটনাতেই নিশানা।


কী ঘটনা অভাবিত, কে জানাবে!
কেউ জানাবে না, জানা হয়ে যাবে
এই জ্ঞান নিয়ে চলছে সমাজ
লাজ লজ্জার নিয়মের সাজ।


সমাজ মানবে প্রায় সবকিছু
মানবে না খোলাখুলি নগ্নতা
আর মানবে না কারো ক্ষতি করা
মানুষই সমাজ, সমাজের দাতা।


Subir Sengupta