//মাথা খোঁড়াখুঁড়ি চলতে থাকবে//


মাথা খোঁড়াখুঁড়ি চলছে তো বেশ
এই খোঁড়াখুঁড়ি কীসের কারণে!
মাথা খোঁড়াখুঁড়ি দেখি মন্দিরে
করুনাময় এর দয়ার স্মরণে|


খুঁড়ছি কারণ পেতে হবে তাই
দিন শুরু, সাথে শুরু এই কাজ
এই কাজ ছাড়া, পাওয়া দূর অস্ত    
তাই তো বলছি এই কাজে সমাজ|


বাঁচতে গেলেই খোঁড়াখুঁড়ি চাই নাকি!
এই জিজ্ঞাসা আছে প্রতি মানুষের
পাচ্ছি, তবুও হচ্ছি না কেন খুশী!
যা পাচ্ছি তাই হয় না তো ঢের|    


খোঁড়াখুঁড়ি করা কেন প্রয়োজন!
এ নিয়ে ভাবনা আসে কী চেতনে!
আসে বা না আসে, জানাই যায় না
তবে এ তো জানি চাওয়া থাকে মনে|    


জীবন বাঁচানো অতি অবশ্যকরণীয়  
এ তো প্রাসঙ্গিক সকলের জীবনে
আরও প্রাসঙ্গিক জীবনে সমস্যা
মাথা খুঁড়ে যাই তারই সমাধানে|


মাথা খুঁড়ে ঘিলু বের করা নয়
মাথা খোঁড়াখুঁড়ি জুতসই প্রয়াস
অকৃতকার্য হলে মাথা খোঁড়াখুঁড়ি
মাথা খুঁড়লেও কোত্থাও নেই কেষ্টা!  

বেশী সফলতা সবই অচেনা সম্ভার
তথাপি কিছু তো সকলেরই পালে
একটু নিয়ে এই জীবন চলে না
কিছুর পরেই, চাই দলে দলে|


সুবীর সেনগুপ্ত