মায়া'র উপর কেন নির্ভর!!!


বন্ধুই বলো, শত্রুই বলো
বলছ তো তুমি, থামাতে পারিনা
তোমার কথা কি ঠিক, নাকি ভুল
সেটা নিয়ে আমি, করিনা ভাবনা।


মিলতেই চাই, অনেকের সাথে
চাই তো, সবাই ঘনিষ্ঠ হোক
তাও সম্ভব হয়ে যেতে পারে
সকলের যদি থাকে এই ঝোঁক।


তোমার বলাতে, পাবো নাকি আমি
বন্ধু কিংবা শত্রুর রূপ!
তোমার কথায় পুলকিত নই
আর হচ্ছি না, দুঃখেও চুপ।


আমার ভাবনা, আমাতেই থাকে
মেশামেশি করি, নিষ্টার সাথে
তাতে যদি কেউ, শত্রুও বলে
তার সাথে আমি যাই না বিবাদে।


যে মানতে চায়, বন্ধু আমাকে
আমি কেন তাঁকে, বাধা দিতে যাব!
নাও যদি মানে, বন্ধু আমাকে
তাঁর ক্ষতি চেয়ে, কেন দোষী হব!


সে আমাকে ভাবে, শত্রু-মিত্র
আমি তো ভাবিনা, তাঁর মতো করে
তবে কি চাই না করতে মিত্র!
কিংবা ঠেলতে শত্রুর ঘরে!


ঘনিষ্টতায় হওয়া প্রয়োজন
সবাই মিত্র, তাই আমি ভাবি
তাই না হলেই, আমি দূরে যাই
মনেও রাখি না, আমি কোনো দাবী।


জোর করে আমি, চাই না করতে
কাউকে শত্রু অথবা মিত্র
আমি আশা করি আন্তরিকতা
সেটার অভাবে, গড়ি না চিত্র।


বন্ধু-শত্রু, যে যাই হোক না
হয়েই যাক-না, আপন বা পর
সব জুড়ে আছে মায়া'র সঙ্গে
মায়া'র উপর কেন নির্ভর!


সুবীর সেনগুপ্ত