//মিথ্যে দেবেই দুঃখ//


মিথ্যেকে বাদ দিয়ে
সত্যের ছাদ নিয়ে
পূরণ হয়েছে কিছু জীবনের সাধ...
রয়ে গেছে কিছু বাকী
সেগুলো দিচ্ছে ফাঁকি
অপূর্ণ সাধে নেই বিষাদের স্বাদ।


ইচ্ছা পূরণ হলে
আনন্দ করতলে
জুড়ে আছে আনন্দ ইচ্ছার সাথে...
হটাৎ হটাৎ এসে
আনন্দ মনে ভাসে
ইচ্ছা তখন থাকে কোণে নিভৃতে।


প্রথমে মিথ্যা গড়ি
গড়ে ব্যবহার করি
এ যে ভুল পরে বুঝে আপসোস...
সত্যের দ্বারে যাই
সত্য জড়াতে চাই
দেরী বুঝে নিজেকেই দিই দোষ।


মিথ্যেকে সাথে করে
অস্থায়ী লাভ ধরে
উপসংহারে দুখ অনুভব করি...
সত্যকে বুকে তুলে
আজ চলি হেলেদুলে
অনুদিত সুখ নিয়ে দিই গড়াগড়ি।


সুবীর সেনগুপ্ত