//মিথ্যেকে নিয়ে মানুষ মত্ত//


ছিন্ন ভিন্ন হাজার মিথ্যে
সত্য ঢাকার প্রয়াস চিত্তে  
যদি মেনে নিই শুধু বাস্তব
অটল থাকবে সত্য-মিথ্যে|


সত্যে-মিথ্যে কী কী পার্থক্য!
যা আছে সব সকলের জানা
কেন যে মেলাই সত্য মিথ্যে!
দিতে কী হবেই মিথ্যে বাহানা!


মিথ্যেকে দূরে রাখছে সত্য
মিথ্যে চাইছে ঢাকতে সত্য    
এই এক দ্বন্দ অন্তবিহীন
সামনে দেখছি অসৎ তথ্য|
  
মিথ্যে মানে না আইন বিধি  
সত্যর বাঁচা স্থান কাল ধরে  
ইচ্ছা পূরণ করতে মিথ্যে
সত্য স্বাভাবিকতার ঘরে|    

মিথ্যে যে ভুল, এ তো স্বীকার্য
সত্য ন্যায্য, তা কী অজ্ঞাত!
থাকতেই হবে সত্য জড়িয়ে
না জড়ালে হবে মন দ্বিধান্বিত|


সত্যের স্থিতি অনুদ্বায়ী
আর মিথ্যে কিছুকালব্যাপী
সত্যের থেকে আনন্দ স্থায়ী  
সব মিথ্যেই হয় অস্থায়ী|


আমি তুমি আর সবাই সত্য
ভুবনে প্রকৃতি ভীষণ সত্য
মিথ্যের কেন জন্ম যে দিই!
মিথ্যেতে কেন মানুষ মত্ত!


সুবীর সেনগুপ্ত