ভাব এর সঙ্গে করেছি ভাব
আর তো আমার নেই যে ভাবনা
সকাল বিকেল ভাবছি কত
ভাবের অভাব আর তো হয়না|


ভেবে ভেবে ভরছে আমার
অনুভবের ঝোলাগুলো
তারই থেকে নিয়ে নিয়ে
সাজাই আমার ভাবনাগুলো|


অবসরে যখন কাটাই
এখন ওখান মনকে পাঠাই
মনটা ফিরে এলেই, ভাবি
শব্দে ভরি ভাবের ছবি|


ভাবের উপর করেছি ভর
তারই সাথে মেলাই স্বভাব
সব এর সাথে জড়িয়ে  ভাবনা
বাড়াই আমার ভাবের প্রভাব|


ভাবতে ভাবতে সময় কাটে
কাজের মাঝেও ভাবনা ঘটে
ভাবনা কারো থামে নাকি!
হয়ত পারে ঘুমেই থামতে|


ভাবের মরন না হয় যেন
চলার পথে পৃথিবীতে
ভাব ছাড়া এই ধরাই অচল
সচলতা ভাবের পাতে|


জীবন ভাবনা, ভাবনা জীবন
আর যা কিছু, তরল স্বপন
চলছে জীবন আপন মনেই
মধুর ভাবনা ঘিরেই আসন|