//মধুর অতীত ফিরেছে বর্তমানে//


কখনো দেয়নি আভাস আমায়
মন আমার তাই ভাবতে পারেনি
কোনোদিন পাবো দুয়ারে থেকেই ডাক...
আজ ডাক শুনে আমি বিস্মিত
হওয়ার ছিল না, কী করে হচ্ছে!
স্বপ্নে ডুবিনি, সেটা বুঝে আমি নির্বাক।


ভাবনার করে যাই বিশ্লেষণ
এই মুহূর্তে ভাবি কত কিছু
দরজা খুলব, ভাবনা হারিয়ে যায়...
আচানক খুশী, সব এলোমেলো
ভাবনার খেই গেছেই আড়ালে
সংবিত ফিরে আসতেই মন ধাক্কায়।


বহু আশা, নিরাশাতেই ডুবেছে
তারই মাঝে ছিল এই এক আশা
কিন্তু এখন তাঁর ডাকে মনে আলোড়ন...
ছুটে চলে যাই দরজার দিকে
আরও একবার শুনি সেই ডাক
দুয়ার খুলেই দৃষ্টিতে দৃষ্টির মিলন।


ভাবনার পথ বক্ররেখায়
বাঁকা পথগুলো গড়ে কি বৃত্ত!
না গড়লেও, ফিরতেই পারে উৎসে...
তাই কি হয়েছে তাঁর ভাবনায়!
বর্তমানের ঘরেই অতীত
আপ্লুত আমি, খুশী ঘন ঘন শ্বাসে।


বিরহের পরে মিলনের স্বাদ
সেই স্বাদে নেই বিষাদ স্পর্শ
এই ধারাতেই চলছি আমরা দুজনে...
সেদিনের সেই মধুর অতীত
বর্তমানের ঘরে উপস্থিত
পরিপূর্ণতা নিয়েই জীবন স্বপনে।


সুবীর সেনগুপ্ত