//মলিনতা দীপ জ্বালতে পারে না//


মলিন মনের অধিকারী হয়ে
কুলীন হওয়ার আমার চেষ্টা
এগিয়ে গিয়েই ধরা পড়ে গেছি
বৃথা হয়ে গেছে সব প্রচেষ্টা।


যা আমি, সেটাই আমার সত্য
সেই সত্যকে পাঠালে আড়ালে
জীবন আমার মিথ্যেই হবে
মিথ্যে যাবে না কখনো আসলে।


না থাকেই যদি নিষ্পাপ ধারা
মূল্যবোধ কী থাকবে জীবনে!
হতে তো হবেই পরিচ্ছন্ন
তাহলেই আসে জীবনের মানে।


কাদাটে জলের কামনা কী করি!
না আশায় থাকে নোংরা জীবন
কেন এই মন করি যে মলিন
এ কী লাভ থেকে লাভের গঠন!


মলিনতা চেপে ধরে বসলেই
মন হয়ে যায় মলিনের সাথী
মনে হয় ঠিক পথেই চলেছি
কিন্তু থাকেনা কোনো সমব্যথী।


ক্ষণ জুড়ে জুড়ে জীবনের বন
সেই বনেই তো করা বিচরণ
যেমন সত্য এই ক্ষনগুলো
হোকনা তেমনই ভাবনার বন।


মলিনতা নিয়ে যে দীপ জ্বলবে
তা কী দিতে পারে উজ্জ্বল আলো!
জীবন যতই হবে অনাবিল
তত দূরে যাবে অযাচিত কালো।


সুবীর সেনগুপ্ত