সহস্র অবিচার, মানব না আমি আর
করবই শত শত প্রতিবাদ
এতে যদি ক্ষতি হয়, তবে তাই হোক
কিছু তো হয়েই যাবে সংবাদ।


অজস্র অবসাদ,রাখব না পুষে আর
সইব না আর আমি উৎপাত
হয়ত বাড়বে কাজ, বাড়লে বাড়ুক
কিছু খুশী বাড়বেই নির্ঘাত।


ঘন ঘন হাহুতাশ, ভরব না এই মনে
ধরে আনবই হাসি দিনরাত
দুঃখের অনুভূতি, হারালে হারাক
কিছু সুখ অবিরাম দেবে সাথ।


একান্নবর্তীতে সাজাব না আর মন
গিঠ খুলে ভেঙ্গে দেব সব ছাদ
গালাগালি যা আসবে, করব হজম
অল্প তো পুরে যাবে মম সাধ।


বিপরীত কথা নিয়ে, ভাবব না আর
কেন মনে ভরবই বিস্বাদ
শুনেও না শুনে, কিছু চলে গেলে যাক
নিশ্চিত হারাবেই পেতে রাখা ফাঁদ।


অনন্য সাধারণ, কথা শুনে খুঁজবই
কিছু ভাললাগা, কিছু ছিরিছাদ
নাও যদি খুঁজে পাই, সে কথায় ছন্দ
কথাই তো দিয়ে দেবে আস্বাদ।


অনন্ত সংশয়, নিয়ে হব না তো কাত
অসংশয়ের হব সম্রাট
গতিকে রাখব সাথে, সে যেমনই হোক
রাখবই দূরে আমি বিভ্রাট।


অপত্য স্নেহ দিয়ে, করব না মন জয়
বাস্তব দিয়ে ভরে দেব পাত
সম চোখে দেখে যাব, সকল মানুষ
দিনটাকে বানাব না রাত।