মন চায় 'দূর'


'দূর' কী শুধুই আমার দখলে!
কে নেচে উঠবে এ কথার তালে!
সব্বার ছিল, আছেও সবার
'দূর' থেকে যাবে সকলের পালে।


আমার ধারনা, যাকে বলে দূর
তোমার ধারণা, সেটাই নিকট
'দূর' এর সঠিক সংজ্ঞাটা কী!
সংজ্ঞাটা জুড়ে কেবলই তো জট।


আমি চাই 'দূর', তুমি চাও 'দূর'
দূরের জন্য দ্রুতগতি যান
যান করে সহায়তা যেতে দূরে
কামনায় আরও দূর দূর স্থান।


বাড়ী ছেড়ে যাই প্রতিদিন দূর
নির্দিষ্ট সেই দূর কর্মের স্থান
কিংবা অল্প দূরের বাজার
'দূর' পেয়ে যায় নিকটের মান।


'দূর' অজানায়, 'দূর' রহস্য
স্বপনের মাঝে 'দূর' বিশ্বাস্য
'দূর' প্রেরণার উৎস হয় কী!
নাকি কেবলই 'দূর' এক দৃশ্য!


নব নব গানে নব নব সুর
ঠিক তেমনই কী নব নব 'দূর'!
তেমন হবে কী! মনে সন্দেহ
সন্দেহ সবই অম্ল-মধুর।


সুবীর সেনগুপ্ত