//মন জানাজানি//


মন চুরি করে পালাতে চাইছ
কোথায় পালাবে, দিল্লী না রাঁচি!
আশা করি পরে তুমি বলবে না
ছেড়ে দে না মা, কেঁদেই বাঁচি।


কী রকম কাজ মন চুরি করা!
এ কাজ কঠিন কেউ বলবে কী!
যদি কেউ বলে কাজটি সরল!
কোন বিচারের সাথে থাকাথাকি!


আমি মন চোর তুমি মন চোর
সবাই আমরা মন চোর নাকি!
ছোট করছি না কাউকেই আমি
এরকম চোর হলে মন পাখী।


সত্যিই যদি মন চুরি হতো
কাউকে তো মন হারাতেই হতো
অসম্ভব এই সম্ভাবনায়
মনটাকে ভাগ করতেই হতো।


কোনো মন চুরি করাই যায় না
মন চুরি করা শুধুই ধারণা
মন জানা যায় অনেকাংশে
করতে পারলে সেটাই পাওনা।


দুটো মন হয়ে যায় একাত্ম
ইতিহাসে আছে প্রমানতত্ব
বিরল ঘটনা হলেও কিন্তু
মানুষের কামনাতে তা সত্য।


মনের প্রকাশ করতেই হয়
কেউ বেশী করে, কেউ করে কম
তার থেকেই তো মন জানাজানি
দূরে চলে যায় মন থেকে ভ্রম।


সুবীর সেনগুপ্ত