//মন কেন চায় শুধুই গুনতে!//


অম্লান মনে রবির কিরণ
যোগায় প্রেরণা নিত্যদিন
ছয়টি ঋতুর নব নব রূপ
পাল্টিয়ে ভাব করে নবীন।


থাকবে না আর দ্বন্দ্ব জীবনে
করলে বন্ধ লাভের দ্বার
সকাল সন্ধ্যা সুখের সমন
আসতে থাকবে অনির্বার।


শুধু পাওয়াতেই থাকলে ব্যস্ত
সময় পেরোবে পেতে পেতেই
মন নিয়ে খেলা করব কখন!
মনটা যে থাকে সংখ্যাতেই।


ইচ্ছার সাথে মেলে না কর্ম
সে সুযোগ নিয়ে সময় যায়
কি ভাবে মেলাব ইচ্ছা-কর্ম!
দুটো বিপরীত হয়েই যায়।


প্রতিদিন করি পথে যাতায়াত
খোলা থাকে চোখ, মনটা নয়
মন তো গুনছে, গুনেই চলেছে
চোখের খুশীতে ধরা না দেয়।


সদা আনন্দ বেশী দূরে নয়
প্রয়োজন শুধু উপলব্ধির
বোধক হয়েও না বোঝার ভানে
খুঁজতেই থাকি সুখ কুটির।


নিই বা না নিই, রবি অকৃপণ
দিতেই থাকছে প্রতিটি ক্ষণ
একটু রাখলে সংখ্যা আড়ালে
করবেই মন সুখ ধারণ।


সুবীর সেনগুপ্ত