//মনে হয় সুখ মনের ধারণা//


ধন সুখ, সুখ ধন
মানছেও লোকজন
ধন কি পাচ্ছে লোক থলি ভরে!
ভাগ্যশালী যে কে!
ব্যতিক্রমী তো সে
তাঁর কি সদাই সুখ অন্তরে!


সুখ হয় কীরকম!
ঠান্ডা নাকি গরম
পরিমাণে বলতে কি পারা যায়!
ব্যাখ্যা পাইনা খুঁজে
পুস্তকে ভাঁজে ভাঁজে
তাহলে কি সুখ শুধু ধারনায়!


টাকা নেই, সুখ নেই
গরীব কি দুখী তাই
বিনা সুখে কোনো প্রাণ বাঁচে নাকি!
এমন প্রশ্ন নিয়ে
জবাব খুঁজতে গিয়ে
বারবার গোলমালে পড়ে থাকি।


হাতে হাত রেখে সুখ
হাসিমুখ দেখে সুখ
স্বার্থ বাঁচিয়ে সুখ ধরে ফেলি...
দ্বিধাহীন হয়ে সুখ
আবেশ জড়িয়ে সুখ
ভয় কেটে গেলে সুখ নিয়ে খেলি।


যে কোণ থেকেই দেখি
মনে হয় সুখ মেকী
আসতে না আসতেই চলে যায়
মনের ধারণা সুখ
সেই সুখে উৎসুক
সেই সুখ কারণেই স্থায়ী হয়।


সুবীর সেনগুপ্ত