//মনে জাগরণ, আনা প্রয়োজন//


কেউ মানছে না, তা তো বলছি না।
কিছু সংখ্যক, লোক মানছে না
কিছু মানে কত! কে দেবে জবাব!
কেন মানছে না, সেটাও জানিনা।


পরিকল্পনা, প্রতি কাজে হয়
জনসাধারণ মাথা ঘামায় না
সরকার আছে, এর দ্বায়িত্বে
তারাই ওড়ায় নিয়মের ডানা।


দেশটা যে গণতান্ত্রিক দেশ
নির্বাচনের থেকেই প্রেরণা
সরকার গড়ে, পায় অধিকার
সেই অধিকারে, কোথায় বাহানা!


এক জোট হয়ে, ভোট তো করিনা
প্রতি ভোটে আছে, স্বাধীনতা বোনা
আছেও সংবিধানের নজর
আমার তোমার নিয়ম গড়ে না।


প্রাকৃতিক দুর্যোগ আসবেই
ধরা'র খেয়াল, জানাই যাবে না
কে সামাল দেবে ক্ষয় ও ক্ষতির!
সরকার ছাড়া, কেউ করবে না।


নতূন নিয়ম, আসবে সামনে
নিয়ম নিয়েও, হবে আলোচনা
আলোচনা, নাগরিক অধিকার
শুধু কথা দিয়ে, বিরোধ হবে না।


নতূন নিয়ম বদলাতে চাও!
পথ খোলা আছে সবার জন্য
আদালতে যাও, যুক্তি দেখাও
প্রকৃত তথ্য, তা তো অনন্য।


সরকার, ভুল করতেই পারে
দলের স্বার্থ, দেখতেই পারে
রাজনীতি খেলা, অতীব নোংরা
তবে সব নেতা, নয় সেই ঘরে।


ভোট দিয়ে, এক দল জিতিয়েছি
তারাই চালাবে দেশ, তা জেনেছি
খোলা আছে পথ, সমালোচনার
ভুল হলে, প্রতিবাদ হাতিয়ার।


মনে জাগরণ, আনা প্রয়োজন
অসৎ নেতাকে, চেনা প্রয়োজন
তাহলেই যাবে, সমস্যা দূরে
প্রগতি ছুটবে, নিয়ে আয়োজন।


সুবীর সেনগুপ্ত