//মনে কেন আসে//


কে চায় আমাকে, আর কে চায় না
দুই দলে ভাগ করাও যায় না...
আছে আরও এক দল নিশ্চিত
যাঁরা এই ভাবনাতেই যায় না।


কে আমাকে মনে আনবে, বলো তো!
সে কী হতে পারে অপরিচিত!
যে অপরিচিত, জানে না আমাকে
অজানাকে মনে আনাই শক্ত।


যাঁরা ঘনিষ্ট, তাঁরা পরিচিত
মাতা পিতা আর ভাতৃ ভগিনী
বাকীদের সাথে পরিচয় হলে
গড়ে যেতে পারে আর এক কাহিনী।


কে কে এসে যায় আমার মনেতে!
আসে কেউ কেউ কখনো কখনো
মনে কেন আসে! কী তার কারণ!
পরিচয় থেকে সেটা হয়, জেনো।


কেউ আত্মীয়, কেউ অনাত্মীয়
তা নয় কারণ মনে আসবার
মনে তো আসবে সেই সবজন
যাঁরা মনে কাটে দাগ বারবার।


সুবীর সেনগুপ্ত